বাবুগঞ্জে ৬শ’ পিস ইয়াবাসহ নারী ব্যবসায়ী গ্রেফতার।
বাবুগঞ্জ (বরিশাল)সংবাদদাতা: বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে রামপট্টি নামক স্থান থেকে ৬শ’ পিস ইয়াবাসহ এক নারী ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
গত (৪মার্চ) শুক্রবার উপজেলার রামপট্টি এলাকায় অভিযান চালানো হয়। এসময় গোপন তথ্যের ভিত্তিতে ৬শ’ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন বরিশাল (ডিবি) গোয়েন্দা পুলিশ। গোপনীয়তার জন্য অভিযানের দুদিন পরে রোববার দুপুরে বিষয়টি মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেইজে আপলোড দিয়ে নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত আসামী পারভিন আক্তার(২৬) কক্সবাজার জেলা টেকনাফ উপজেলাধীন অলিয়াবাদ এলাকার নুর মোহাম্মাদ চৌচির মেয়ে এবং ভোলা তজুমদ্দিন থানাধীন দক্ষিণ শম্ভুপুর এলাকার মো. সেলিম উল্লাহ্’র স্ত্রী।
গোয়েন্দা পুলিশের বিশ্বস্ত সূত্রে জানাযায়, তাদের একটি টিম ৪মার্চ গোপন সংবাদের ভিত্তিতে মেট্রোপলিটনের বিমানবন্দর থানাধীন বাবুগঞ্জ উপজেলার রামপট্টি এলাকায় অভিযান চালিয়ে এক নারী ব্যবসায়ী গ্রেফতার করেন। এসময় তার কাছে থাকা ৬শ’ পিস ইয়াবা উদ্ধার করে।
এই ঘটনায় এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১০/৪-৩-২২ মাদক মামলায় নারীকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হলে আদালত জেল হাজতে প্রেরণ করেন।