স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ আওয়ামী লীগের বাবুগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১ টায় বাবুগঞ্জ ডিগ্রী কলেজ হল রুমে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ এ্যাড. তালুকদার মোঃ ইউনুস
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌর মেয়র এ্যাড.সুবাস চন্দ্র শীল।
বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন’র সঞ্চালনায় পরিচিত সভায় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহিনুর রহমান সিকদার, মোস্তফা কামাল চিশতি, মান্নান হাওলাদার (মাস্টার), নজরুল ইসলাম হাওলাদার, মিজানুর রহমান রাজা সিকদার, খন্দকার কালাম হোসেন, অধ্যক্ষ দেলোয়ার হোসেন, দেলোয়ার হোসেন, মশিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ করিম লাভু, ইকবাল আহম্মেদ আজাদ, জাহাঙ্গীর হোসেন আকন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, আবু সুফিয়ান, হাচানুর রহমান খান, আইন বিষায়ক
সম্পাদক এ্যাড. সামসুজ্জামান সোহেল, দপ্তর সম্পাদক পরিতোষ চন্দ্র পাল, কৃষি বিষয়ক সম্পাদক ফারজানা বিনতে ওহাব, ক্রিড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মাইনুল হোসেন পারভেজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাক আহম্মেদ রিপন, সম্মানিত সদস্য আতিকুর রহমান। জাহাঙ্গীর নগর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সদস্য মোঃ কামরুল আহসান খান হিমু, কেদারপুর ইউপি চেয়ারম্যান ও সদস্য মোঃ নূরে আলম বেপারী, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান ও সদস্য বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন রাঢ়ী প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সংগঠনের কার্যক্রম বেগবান করতে অতিদ্রুত প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামীলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি করতে হবে। নতুন কমিটির সবাইকে দলের কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করার আহবান জানান। এসময় নবগঠিত কমিটিতে স্থান পাওয়া সকল নেতাকর্মীদের সনদপত্র প্রদান ও রজনীগন্ধা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করা হয়।