বাবুগঞ্জ প্রতিনিধি। বরিশাল জেলার বাবুগঞ্জ থানা কতৃত আয়োজিত ব্যাডমিন্টন খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার রাত ৯টায় বাবুগঞ্জ থানা চত্বরে এ খেলা অনুষ্ঠিত হয়। এর আগে গত ২১ ফেব্রুয়ারী উপজেলার যুবকদের নিয়ে টুর্নামেন্টের বিজ্ঞপ্তি দেন বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এতে ৮টি দল টুর্নামেন্টে অংশ গ্রহণ করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি এসএম খালেদ হোসেন স্বপন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মৃধা মুঃ আক্তার-উজ-জামান মিলন, কেদারপুর ইউপি চেয়ারম্যান নুরে আলম বেপারী, জেলা পরিষদের সদস্য মাইনুল ইসলাম পারভেজ, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক পরিতোষ পাল, পিন্টু সিকদার, ব্যবসায়ী সাইদুর রহমান, ওবায়দুল হক জুয়েল, শামিম খান, ওবায়দুল মেম্বার, মহাসিন প্যাদা, সোহেল সিকদার, মামুন মৃধা, জিয়াউর হক প্রমুখ। এতে সভাপতিত্বে করেন বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমানের।
এসময় প্রধান ও বিশেষ অতিথির বক্তব্যে বলেন, শীত মানেই ব্যাডমিন্টন খেলা। এরকম একটি খেলা দেখে ও উপস্থিত থাকতে পেরে খুব ভালো লাগছে এবং সেই সাথে বাবুগঞ্জ থানার ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজকেরা শুভেচ্ছা জানাচ্ছি। তবে খেলাটি থানা চত্বরে বাইরে হলে আরো জমজমাট ও পরিপূর্ণতায় রূপ নিত।আগামীতে আয়োজন হলে টুর্নামেন্টটি বাইরে দেওয়ার জন্য অনুরোধ রইল।