বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বাবুগঞ্জে জামাত-বিএনপির অবরোধকে প্রতিহত করতে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম খালেদ হোসেন স্বপনের নেতৃত্বে মোটরসাইকেল মহড়া দেওয়া হয়।
সোমবার বেলা ১১ টায় শতাধিক মোটরসাইকেল নিয়ে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর থেকে শুরু করে বিএনপির ঘাটি হিসেবে চিহ্নিত নতুনহাট, রামপট্টি, দোয়ারিকা সেতু, শিকারপুর সেতু, খানপুরা, বিএনপির ঘাটি বাবুগঞ্জ স্টিলব্রীজ, কলেজ গেট, পাঁচরাস্তা ও মীরগঞ্জ প্রদক্ষিন করে উপজেলা পরিষদের সমনে এসে শেষ হয়।
এসময় বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল-৩ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী এসএম খালেদ হোসেন স্বপন বলেন, বিএনপি-জামাতের হরতাল ও অবরোধের নামে সহিংসতা ও মানুষ হত্যার খেলায় মেতেছে। তাই আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আবুল হাসনাত আবদুল্লাহর নির্দেশে এই মানুষ হত্যার খেলার অবরোধ প্রতিহত করতে সড়কে অবস্থান নিয়েছি। আমরা সড়কে ছিলাম, আছি এবং থাকবো।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল হোসেন, যুগ্ম সম্পাদক মাসুদ করিম লাভলু, সহ দপ্তর সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম পিন্টু, সহ প্রচারে প্রকাশনা সম্পাদক শামীম খান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক প্রসেনজিৎ দাস অপু, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।