বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বিএনপির ডাকা সারা দেশে রবিবার সকাল–সন্ধ্যা হরতাল বাবুগঞ্জে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। আজ সকাল থেকেই ঢাকা-বরিশালসহ বিভিন্ন সড়কে যানবাহন চলাচল করতে দেখা গেছে। তবে স্বাভাবিকের চেয়ে একটু কম।
উপজেলার মীরগঞ্জ, বাবুগঞ্জ বাসস্ট্যান্ড ,কলেজগেট, ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুরসহ বিভিন্ন সড়কে যাত্রীবাহী পরিবহন কম দেখা গেলেও । স্বাভাবিকের ছিল মাহিন্দ্রা, মালবাহী ট্রাক, অটোভ্যান, অটোরিক্সা, মটরসাইকেল ও ব্যক্তিগত প্রাইভেটকার। তবে দূরপাল্লার বাস স্বাভাবিকের চেয়ে একটু কম ছিলো।
এদিকে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের হরতালের প্রতিবাদে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খালেদ হোসেন স্বপন, সাধারণ সম্পাদক আক্তার-উজ-জামান মিলন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলালের নেতৃত্বে শান্তি সমাবেশ ও হরতাল প্রতিহত করার জন্য বিভিন্ন সড়ক ও ঢাকা-বরিশাল মহাসড়কে মোটরসাইকেল শোভাযাত্রা করেন। এতে কোথাও হরতাল আহ্বানকারী দলের পিকেটারদের দেখা যায়নি ও অপীতিকার কোন ঘটনা ঘটেনি।
বরিশাল শ্রমিক ফেডারেশন জানান, সকাল থেকে বিভিন্ন উপজেলায় বাস চলাচল করছে, তবে দূরপাল্লার যাত্রী না থাকায় গাড়ি কম চলছে। তবে এখন পর্যন্ত সড়কে কোনো ঘটনা ঘটেনি।
বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তুষার কান্তি মন্ডল ও এয়ারপোর্ট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, বাবুগঞ্জ উপজেলার কোথাও কোন অপীতিকার কোন ঘটনা ঘটেনি । আমরা বিভিন্ন মোড়ে কঠোর অবস্থানে ছিলাম।