1. admin@ajkerdakkhinanchal.com : admin :
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তায় ভূষিত হলেন ওসি মাহাবুবুর রহমান বাবুগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন দেশ ষড়যন্ত্রের প্রতিবাদে বাবুগঞ্জ আওয়ামী লীগের শান্তি সমাবেশ ঢাকা-কালিগঞ্জ লঞ্চে যাত্রী হয়রানী বন্ধ ও ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন ইতালিতে মৌসুমি ও স্পন্সর ভিসার ডিক্রি ঘোষণা, বাংলাদেশিরাও পারবেন আবেদন করতে বরিশালের প্রিয় মুখ সাংবাদিক আরিফ হোসেনে’র জন্মদিন আজ বাবুগঞ্জে তোরাব আলীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা বাবুগঞ্জে চুরি হওয়া বাড়িতে ২ নারীর লাশ, পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা বেদেরাও সমান অধিকার পাবে- অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান ইউএনও’র অপসারণ চেয়ে ঝাড়ু মিছিল

ব্রাজিলিয়ান জ্যোতিষীর মতে, ফাইনাল খেলবে আর্জেন্টিনা

আজকের দক্ষিণাঞ্চল
  • আপডেট সময় : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ৯৫ বার পঠিত

দক্ষিণাঞ্চল ডেস্কঃ ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ কিংবা কোভিড-১৯ সম্পর্কে নিখুঁত ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি। এ দুটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে নিখুঁত ভবিষ্যদ্বাণী করার পরপরই আলোচনায় উঠে আসে জ্যোতিষী অ্যাথোস সালোমির নাম। এবার বিশ্বকাপ শুরুর আগেই তিনি জানিয়ে দিলেন, কারা খেলবে ফাইনাল এবং কারা হবে চ্যাম্পিয়ন।

অ্যাথোস সালোমি একজন ব্রাজিলিয়ান। তার ভবিষ্যদ্বাণী অনুযায়ী কাতার বিশ্বকাপে নেইমারদের চ্যাম্পিয়ন হওয়ার কোনো সম্ভাবনা নেই। এক দশকের বেশি সময় ধরে অ্যাথোসের বেশ কিছু ভবিষ্যদ্বাণী মিলে গেছে। এ কারণে তার কথা অনেকেই বিশ্বাস করেন।

অ্যাথোস বলেছেন, ‘এবার ব্রাজিলের কোনো সম্ভাবনা দেখছি না। হয়তো ফাইনালে উঠবে; কিন্তু চ্যাম্পিয়ন হতে পারবে না।’ তবে এর আগে ২০১১ সালে তিনি একবার বলেছিলেন ২০২২ সালে ষড়ভূজের মধ্যে সেরা হবে ব্রাজিল। তার এই ষড়ভূজকে ছয় মহাদেশ হিসেবে ব্যাখ্যা করেন অনেকে। সে প্রসঙ্গে অ্যাথোস বলেন, ‘আমি কখনও কাতারের কথা বলিনি।

ব্রাজিলের এই ভবিষ্যদ্বক্তার কথা অনুযায়ী, কাতার বিশ্বকাপের ফাইনালে যেতে পারে পাঁচটি দল। দলগুলো হলো আর্জেন্টিনা, ব্রাজিল, বেলজিয়াম, ফ্রান্স এবং ইংল্যান্ড। যদিও সেমিফাইনালে ওঠার সম্ভাবনা তার নিজের দেশের নেই বলে জানিয়েছেন অ্যাথোস।

তাহলে কারা খেলবে ফাইনাল? ব্রাজিলের জনপ্রিয় এই জ্যোতিষী বলেন, ‘ট্যাঙ্গোর দেশ এবং মধ্য ইউরোপের একটি দেশ মুখোমুখি হবে ফাইনালে।

তারা কারা? অ্যাথোসের বক্তব্য অনুযায়ী, ১৮ ডিসেম্বরের ফাইনালের দু’দল হলো আর্জেন্টিনা এবং ফ্রান্স। কাতার বিশ্বকাপ শুরুর আগের দিন অ্যাথোস অবশ্য চ্যাম্পিয়ন দলের নাম বলেননি।

অ্যাথোসকে ডাকা হয় ‘দ্য লিভিং নস্ত্রাদামুস’ বলে। গত কয়েক বছরে তার কয়েকটি বড় ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ায় ফুটবলপ্রেমীদের একাংশ ধরে নিয়েছে এবার বিশ্বকাপ উঠবে লিওনেল মেসির হাতেই। অ্যাথোস মানুষের কৌতূহল বাড়িয়ে বলেছেন, ‘আশা এবং প্রার্থনা করুন, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। আকাশ থেকে যেন বিমান ভেঙে না পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © আজকের দক্ষিণাঞ্চল
Theme Customized BY Shakil IT Park