দক্ষিণাঞ্চল ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অগ্নিকান্ডে প্রায় ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কুটি ইউনিয়নের কুটি বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ৫টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। কসবা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার আব্দুল্লাহ মোহাম্মদ খালিদ জানান, রাতে স্থানীয় লোকজনের মাধ্যমে অগ্নিকান্ডের খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালানো হয়। আগুনের তীব্রতা বেশি হওয়ায় কসবার পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া সদর ও আখাউড়া থেকে মোট ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি আরও জানান, আগুনের সূত্রপাত সম্পর্কে স্পষ্ট করে জানা যায়নি। চালের গুদাম, লাইব্রেরি ও তেলের মিলসহ বিভিন্ন পণ্যের ৩০টি দোকান পুড়ে গেছে। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও বলা যাচ্ছে না। ঘটনার তদন্ত চলছে। তবে ব্যবসায়ীরা জানিয়েছেন, অগ্নিকান্ডের ফলে অন্তত কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবাসয়ীরা সরকারি সহযোগিতা কামনা করেছেন।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম বলেন, আগুনের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করতে সহকারী কমিশনার (ভূমি)কে আহ্বায়ক এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সদস্য সচিব করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।