ভোলা প্রতিনিধি: ভোলা জেলা প্রশাসন ও বিডি ক্লিন ভোলা জেলা শাখার আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করা হয়েছে।
গতকাল শনিবার ১৯ শে আগস্ট ভোলা জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে শহরের বিভিন্ন স্থান পরিদর্শন করে এই ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শেষ হয় এবং শহরের যে সকল স্থানে জলাশয় এবং ডেঙ্গু মশার জন্মাতে পারে সেইসব স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়।
এতে সাধারণ মানুষকে সচেতনতা বৃদ্ধি এবং ডেঙ্গু প্রতিরোধ করনীয় সম্পর্কে বলা হয়।
এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসনের এনডিসি মো. আবু সাঈদ, বিডি ক্লিন ভোলা শাখার সমন্বয়ক মো. হারুন হাওলাদার শিমুল, আইটি এন্ড মিডিয়া মো. ইয়াছিন আরাফাত শান্ত, আদিল হাসান তপু, সদস্য মো. তুষার, মো. তুহিন, মো. রুমান, মো. তায়েফ, অনিন্দ্য, মো. ইব্রাহিম, মো. ইয়ামিন, মো. জিহাদ, মো. সাব্বির এবং যুব রেড ক্রিসেন্ট সোসাইটির ভোলা জেলা ইউনিট ও বিভিন্ন সামাজিক সংগঠন এর সদস্যরা উপস্থিত ছিলেন।