স্টাফ রিপোর্টার: ভোলার দৌলতখান খানের মেঘনা নদীতে এমভি তাসরিফ-২ লঞ্চের ধাক্কায় ৯ জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ৬ জনকে জীবিত ও ২ জনের মরদেহ উদ্ধার করা গেলেও রবিবার সকাল পর্যন্ত বাকি ১ জনের খোঁজ মেলেনি।
এ ঘটনায় ট্রলার মালিক আব্দুর রহমান বাদী হয়ে লঞ্চ চালক ও স্টাফদের বিরুদ্ধে দৌলতখান থানায় মামলা করেছেন। দৌলতখান থানার ওসি মোঃ বজলার রহমান জানান, লঞ্চ চালক ও স্টাফদের নাম জানতে বিআইডব্লিউটিএ’র কাছে চিঠি দেয়া হয়েছে। নাম পেলেই আটক অভিযান শুরু হবে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে লঞ্চ’টি ঢাকা সদরঘাট থেকে ছেড়ে ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাকিমুদ্দিন ঘাট যাওয়ার আগে ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ৯ জেলেসহ ডুবে যায়।
কোস্টগার্ড, ফায়ার সার্ভিস টিম ও দৌলতখান থানা পুলিশের অভিযানকালে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে দুটি মরদেহ উদ্ধার হয়।
নিহত জেলেরা হচ্ছেন চরপাতা এলাকার এরশাদ হোসেন (৩৫) ও আকবর হোসেন (৩৩)। এছাড়া নিখোঁজ রয়েছে একই এলাকার মোঃ মোমিন (৩০) ।