দেশ রূপান্তরক: রাজধানীর ঢাকা উদ্যান এলাকায় মুসুল্লিদের হামলার শিকার হয়েছেন মোহাম্মদপুর থানার ওসি আবুল কালাম আজাদ ও এএসআই জাহাঙ্গীর আলম।
মহানবীকে নিয়ে কটুক্তি করায় শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ মিছিলের ডাক দেন মুসল্লিরা। এসময়ে মুসল্লিদের বাধা দিলে তাদের ওপর চড়াও হন। এতে আহত অবস্থায় তাদের উদ্ধার করে আগারগাঁও নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোহাম্মদপুর থানার এক পুলিশ কর্মকর্তা বলেন, ওসি আবুল কালাম আজাদ বুকে ও মাথায় আঘাত পেয়েছেন। তবে তার অবস্থা শঙ্কামুক্ত। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে দেখতে গিয়েছেন। একই সময়ে ওসির সাথে থাকা এএসআই জাহাঙ্গীর আলমও মারধরের শিকার হন।
ভারতে ক্ষমতাসীন দল বিজেপির এক নেত্রী মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে কটূক্তি করায় জুমার নামাজের পর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান কেন্দ্রীয় মসজিদের মুসল্লিরা বিক্ষোভ শুরু করেন। এ সময় মোহাম্মদপুর থানার ওসি বিক্ষোভ শেষ করার জন্য মুসুল্লিদের পাঁচ মিনিট সময় দেন। এসময় শেষ হওয়ার আগেই তিনি বাধা দিলে মুসুল্লিরা চড়াও হন।
মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মৃত্যুঞ্জয় দে সজল দেশ রূপান্তরকে বলেন, নামাজের পর একদল মুসুল্লি মোহাম্মদপুর থানার ওসির ওপর হামলা করেন। এতে তিনি আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।