বরিশাল সংবাদদাতা: বিগত ঈদে দক্ষিণাঞ্চলে নৌ ও আকাশ পথে ঘরমুখো মানুষের চাপ ছিল চোখে পড়ার মতো। কিন্তু এবছর লঞ্চ ও ফেরির ভোগান্তি ছাড়াই বাড়ি পৌঁছাতে পেরেছে ঘরমুখো মানুষ। মূলত পদ্মা সেতু উদ্বোধন পর থেকেই লঞ্চ ও বিমানের যাত্রী কমতে শুরু করেছে। প্রতিবছরের মতো এবারের ঈদে যাত্রীদের বড়তি কোনো চাপ ছিলনা নৌ পথে ও বরিশালের আকাশ পথে।
তবে ঈদের ২/৩ দিন আগে ঢাকা থেকে যাত্রীপূর্ণ করে লঞ্চ ও বিমান এলেও বিগত ঈদের মতো বাড়তি ফ্লাইট যুক্ত করতে হয়নি কোম্পানি গুলোকে। এ ছাড়া ফিরতি টিকিট বিক্রি শুরু হলেও অগ্রিম বুকিং তুলনামূলক অনেক কম বলছেন কতৃপক্ষ।
বরিশাল বিমান বন্দরের ব্যবস্থাপক আবদুর রহিম তালুকদার বলেন, এবারের ঈদে ঢাকা থেকে আসন পূর্ণ করে বিমান এলেও ফেরার পথের অগ্রিম টিকিট তেমন বিক্রি হয়নি। এর একটি বড় কারণ হতে পারে পদ্মা সেতুর উদ্বোধনের কারণে অনেক যাত্রীই সড়ক পথ বেছে নিয়েছেন। এ কারণে বিমানে চাপ কমেছে। এ বছর যাত্রী সেবায় বিমানের স্পেশাল ফ্লাইট যুক্ত করেনি কোনো সংস্থা। স্বাভাবিক সময়ের মতোই রুট পরিচালনা করছে সংস্থা গুলো।
বরিশাল নৌ বন্দরের যুগ্ম পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, আমি এখানে নতুন যোগদান করেছি তবে শুনেছি বিগত দিনের চেয়ে যাত্রী চাপ অনেক কম। ঈদ যাত্রায় ঢাকা থেকে ২দিন যাত্রীর চাপ থাকলেও ফিরতি টিকিট ও যাত্রীর চাপ চোখে পরছেনা। গতকালও যাত্রী না থাকায় ৩টি লঞ্চের যাত্রাপথ বাতিল হয়েছে। তবে এর বড় একটি কারণ পদ্মা সেতু চালু হওয়ার পর থেকেই অনেকেই স্বল্প সময়ে সড়ক পথে বাড়ি ফিরছেন। তাছাড়া সেতু দেখতেও অনেকেই সড়ক পথ বেছে নিয়েছেন।