দক্ষিণাঞ্চল ডেস্ক: রাজশাহীর গোদাগাড়ীতে বোরো ধানের জমিতে সেচের পানি না পেয়ে অভিমানে বিষাক্ত কীটনাশক পান করে দুই কৃষকের আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে কৃষি মন্ত্রণালয়।
কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব (সার ব্যবস্থাপনা ও মনিটরিং) মো. আবু জুবাইর হোসেন বাবলুকে ৪ সদস্যের তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে।
গত ২৭ মার্চ তদন্ত কমিটি গঠন করে কৃষি মন্ত্রণালয় থেকে অফিস আদেশ জারি করা হয়েছে।
আত্মহত্যা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের উদ্ধৃতি দিয়ে অফিস আদেশে বলা হয়েছে, কৃষক দুজনের মৃত্যুর কারণ এবং সেচের পানি সময় মতো না পাওয়ার কারণ উদঘাটন করে সরেজমিনে তদন্ত করে আগামী ৭ কর্মদিবসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে হবে।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- রাজশাহীর জেলা প্রশাসকের প্রতিনিধি, নাটোরের বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) মো. সাজ্জাদ হোসেন, নওগাঁর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মো. সমশের আলী।
বোরো ধানের জমিতে সেচের পানি না পেয়ে অভিমানে দুই চাচাতো ভাই রবি মার্ডি ও অভিনাথ মার্ডি গত ২৩ মার্চ কীটনাশক পান করেন। এতে দুজনই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। গত ২৪ মার্চ অভিনাথ মার্ডি মারা যান। ২৬ মার্চ মারা যান রবি মার্ডি।