দক্ষিণাঞ্চল ডেস্কঃ কয়েক হাজার রুশ সেনার মৃতদেহ সরিয়ে নিতে আন্তর্জাতিক রেড ক্রসকে আহ্বান জানিয়েছে ইউক্রেন। দেশটির উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক এক টেলিভিশন ভাষণে রুশ সেনাদের মরদেহ রাশিয়ায় ফেরত পাঠানো একটি মানবিক দাবি উল্লেখ করে রেড ক্রসকে এ কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি বলেন, আমরা নিহত রুশ সেনাদের মৃতদেহ আমাদের দেশ থেকে সরিয়ে রাশিয়ায় ফেরত নেওয়ার জন্য বলছি। উপ-প্রধানমন্ত্রী রেড ক্রসকে উদ্দেশ্য করে বলেন, এটি একটি মানবিক প্রয়োজনীয়তা। এই মানবিক সংকট কাঁটাতে আপনারা যা প্রয়োজনীয় তাই করুন।
এর আগে ইউক্রেনের সেনাবাহিনী এক ফেইসবুক পোস্টে জানায়, চলমান যুদ্ধে তিন হাজার ৫০০’র বেশি রুশ সৈন্য নিহত হয়েছে। এছাড়াও প্রায় ২০০ সেনাকে বন্দি করা হয়েছে। যদিও রুশ কর্তৃপক্ষ এ ব্যাপারে এখনও কোনো তথ্য প্রকাশ করেনি।
তবে শুক্রবার আইটিভি নিউজের খবরে বলা হয়, রাশিয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয় রুশ সেনাদের চিকিৎসা সহায়তা দিতে ইউক্রেনে চিকিৎসক পাঠানোসহ ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। এ সংক্রান্ত একটি নথি তাদের হাতে এসেছে বলে দাবি করেছে আইটিভি নিউজ।
ইউক্রেনে রাশিয়ার অভিযানের তৃতীয় দিনে রাজধানী কিয়েভে তীব্র হামলা চালাচ্ছে রুশ সেনারা। কিয়েভের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে।
তবে গত বৃহস্পতিবার থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর এখন পর্যন্ত নিজেদের কত সেনা হতাহত হয়েছে, সে সম্পর্কে এখনও কিছুই জানায়নি রাশিয়া।