স্টাফ রিপোর্টার: শেরে-ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগের গেট সংলগ্ন ড্রেন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে কোতোয়ালি মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে থানার এসআই রেজাউল ইসলাম বলেন, স্থানীয়রা জরুরি বিভাগের গেটের পাশের ড্রেনে নবজাতকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। নবজাতকের মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সোমবার রাতে অজ্ঞাতনামা কেউ নবজাতকের নিথর দেহ ড্রেনের মধ্যে ফেলে গেছে।