দক্ষিণাঞ্চল ডেস্কঃ বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের কারণে বিশ্ববাজারে তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে সরকার ভর্তুকি দিয়ে বাজার নিয়ন্ত্রণে রাখবে। নিত্যপণ্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের এক কোটি নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবির মাধ্যমে তেলসহ নানা ধরণের পণ্য দেওয়া হচ্ছে।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে মাসব্যাপী সিরাজগঞ্জ এসএমই ও বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাজার অস্থিতিশীলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্যর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন- ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, তানভির ইমাম এমপি, আব্দুল মমিন মন্ডল এমপি, জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুস সামাদ তালুকদার, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তাসহ অন্যরা।