বাবুগঞ্জ(বরিশাল)সংবাদদাতাঃ বিএনপি ও জামাত জোট সরকারের ২০০৫ সালের ১৭ই আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
১৭ই আগষ্ট বুধবার সকালে রহমতপুর বাজার থেকে বিক্ষোভ মিছিল টি শুরু হয়ে ঢাকা বরিশাল মহাসড়কের রহমতপুর প্রদক্ষিণ করে। বিক্ষোভ শেষে রহমতপুর বাসস্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশ করেন।
এতে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খালেদ হোসেন স্বপনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন ।
এছাড়াও বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, মোঃ কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদ করিম লাভলু, জাহাঙ্গীর আকন, সাংগঠনিক সম্পাদক মোঃ হাসানুর রহমান খান, আবু সুফিয়ান, দপ্তর সম্পাদক পরিতোষ চন্দ্র পালসহ অন্যান্যরা।
এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগসহ অন্যান্য সংগঠন নেতৃবৃন্দরা
সভাপতির বক্তাব্যে বলেন, ২০০৫ সালে জামাত-বিএনপি সরকারের মদদে জঙ্গী গোষ্ঠী একযোগে ৬৩টি জেলায় সিরিজ বোমা হামলা করে এদেশকে আফগানিস্তান বানানোর যে ষড়যন্ত্র করেছিল বর্তমান আওয়ামী সরকার ক্ষমতায় সেসব জঙ্গী গোষ্ঠীকে কঠোর হাতে দমন করার ফলে দেশের সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছে। ভবিষ্যতেও এসব জঙ্গীগোষ্ঠীর বিরুদ্ধে সজাগ থাকার জন্য দলের সকল সতর্ক থাকতে বলা হয়েছে।