বাবুগঞ্জ (বরিশাল)সংবাদদাতা:বরিশালের বাবুগঞ্জ উপজেলায় আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে ২য় ধাপে স্বপ্নের স্থায়ী নীড় খুঁজে পেলো আর ৬২ ভূমিহীন পরিবার।
বুধবার (৯আগষ্ট) সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ন-২ প্রকল্পের ৪র্থ পর্যায়ে ২য় ধাপে একযোগে সারাদেশে ২২ হাজার ১০১টি ঘর শুভ উদ্বোধন করেন। এর মধ্যে বাবুগঞ্জ উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমির মালিকানা সহ ৬২টি ঘর হস্তান্তর করেন।
স্বপ্নের স্থায়ী ঠিকানা পেয়ে আনন্দে উচ্ছ্বাসিত ও খুঁশি ছিন্নমূল, দিনমজুর, বেদে, ভূমিহীন ও গৃহহীন পরিবার।
এসময় উপজেলা অডিটোরিয়ামে উপজেরা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা রহমানের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসির আহম্মেদের সঞ্চালনায় অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদার, উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম খালেদ হোসেন স্বপন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউপি চেয়ারম্যান আক্তার-উজ-জামান মিলন, সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) সুব্রত বিশ্বাস, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সালাম সিকদার, বাবুগঞ্জ থানার ওসি (তদন্ত) অলিউল ইসলাম, বিমানবন্দর থানার ওসি (অপারেশন) সোহেল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ, মাধবপাশা ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, কেদারপুর ইউপি চেয়ারম্যান নুরে আলম বেপারী, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান দেলয়ার ঢ়ারী, আগুরপুর ইউপি চেয়ারম্যান কামরুর আহসান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি পিন্টু বেপারী, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শামিম হোসেন সহ উপজেলার কর্মকর্তা কর্মচারী ও রাজনৈতিক ব্যক্তিত্বরা।