দেবাশীষ মন্ডল,নেছারাবাদঃ পিরোজপুরের স্বরুপকাঠীতে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে ইন্দেরহাট শ্রী শ্রী কালিবাড়ী সর্বজনীন কেন্দ্রীয় রাধা গোবিন্দ মন্দিরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ- খ্রিষ্টান ঐক্য পরিষদের স্বরুপকাঠী উপজেলা শাখার আহ্বায়ক বাবু শিশির কর্মকারের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক শ্রী গৌতম মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্রী সুখেন্দু শেখর বৈদ্য, আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের পিরোজপুর জেলা শাখার সভাপতি শ্রী তুষার কান্তি মজুমদার, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার চক্রবর্তী, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের পিরোজপুর জেলা শাখার উপদেষ্টা এ্যাড.কানাই লাল বিশ্বাস, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের পিরোজপুর জেলা সিনিয়র সহ-সভাপতি শ্রী সুভাষ চন্দ্র সরকার , সহ সভাপতি এ্যাড. শ্রী রাজশেখর দাস, শ্রী সুনীল চক্রবর্তী, যুগ্ম সম্পাদক শ্রী দিলীপ কুমার মাঝি প্রমুখ। উক্ত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আগামী ৩ (তিন) বছরের জন্য আংশিক কমিটি গঠন করা হয়। উক্ত সম্মেলনে গোপন পেলটের মাধ্যমে শ্রী শিশির কর্মকার সভাপতি, শ্রী রত্নেশ্বর কর্মকার রতন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা প্রদান করে সভার সভাপতি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।