দক্ষিণাঞ্চল ডেস্ক: বিয়ের প্রলোভন দেখিয়ে নারীকে ধর্ষণ ও গুমের চেষ্টার ঘটনায় যুবলীগ নেতা, হাতিরঝিল থানার ওসি, এসআইসহ মোট ১৩ জনকে আসামি করে আদালতে মামলার আবেদন করেছেন এক ভুক্তভোগী নারী।
মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনাল নং ৭-এ মামলার আবেদন করা হয়েছে বলে জানান ভুক্তভোগী নারীর আইনজীবী জাকির হোসেন হাওলাদার।
ভুক্তভোগীর আইনজীবী জাকির হোসেন আরো জানান, মামলার ১ নম্বর আসামি তানীম রেজা বাপ্পী ২০২০ সালের ২২ অক্টোবর ভুয়া কাবিননামা তৈরি করে বিয়ের কথা বলে তাকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিলো।
এ বিষয়টি বুঝতে পেরে তিনি হাতিরঝিল থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে তাকে নানাভাবে হয়রানি করে।
পরবর্তীতে মামলার প্রধান আসামি এবং ভুক্তভোগীর কথিত স্বামী বাপ্পীসহ তার সহযোগীরা নারীকে রিকশা থেকে তুলে নিয়ে হত্যা ও গুমের চেষ্টা করে। পরবর্তীতে হাতিরঝিল থানায় মামলা না নিলে আদালতের দারস্থ হন ভুক্তভোগী ওই নারী।
আইনজীবী জাকির হোসেন বলেন, অভিযুক্তরা এক লাখ টাকা দিয়ে বিষয়টি মিমাংসা করতে চেয়েছিলেন।