স্টাফ রিপোর্টার: নিখোঁজের ৬ দিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি বরিশালের গৌরনদী উপজেলার রেনু বেগম ও সামসুন্নাহার লিমার। ফলে উদ্বিগ্ন আর উৎকন্ঠায় রয়েছে তাদের পরিবার ও স্বজনদের মধ্যে।
গৌরনদী থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মাগুরা এলাকার কুনিয়াকান্দি গ্রামের মজিবর রহমানের স্ত্রী রেনু বেগম (৫০) গত ১৫ ফেব্রুয়ারী সকালে নিজ বাড়ি থেকে বের হয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়। পরিবারের স্বজনরা বিভিন্নস্থানে তাকে খুঁজে না পেয়ে রেনুর স্বামী মজিবর রহমান গত ২৫ ফেব্রুয়ারী গৌরনদী মডেল থানায় একটি ডায়েরী করেন
অপরদিকে একই উপজেলার খাঞ্জাপুর গ্রামের সদ্য ওমান থেকে দেশে ফেরা আব্দুল হানিফ হাওলাদারের স্ত্রী সামসুন্নাহার লিমা (২০) কাউকে কিছু না বলে গত ২৪ ফেব্রুয়ারি বিকেলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় লিমার স্বামী হানিফ হাওলাদার বাদী হয়ে ২৭ ফেব্রুয়ারি থানায় ডায়েরী করেছেন।
দুটি নিখোঁজের ঘটনার তদন্তকারী অফিসার গৌরনদী মডেল থানার এসআই মোঃ শাহজাহান জানান, রেনু বেগম ও সামসুন্নাহার লিমার সন্ধ্যান পেতে সোর্সের মাধ্যমে তাদের চেষ্টা অব্যাহত রয়েছে।