বাবুগঞ্জ(বরিশাল) সংবাদদাতাঃ বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন সিরাতুন্নবী (সঃ) কমিটির উদ্যোগে বাৎসরিক মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হবে।
আগামীকাল শুক্রবার বাদ আছর বাবুগঞ্জ উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ (থানার সামনে) প্রাঙ্গনে এ মাহফিল অনুষ্ঠিত হবে।
মাস্টার মোঃ ইসহাক মিয়ার সভাপতিত্বে মাহফিলে প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকবেন ইসলামের ১ম খলিফা হমরত আবু বকর সিদ্দিক (রাঃ) বংশধর আলহাজ্ব হাফেজ মাওলানা ওয়েসাল আহম্মেদ জৌনপুরী (বড় হুজুর)।
বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থাকবেন আলহাজ্ব হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ ওমর সোহাইল সিদ্দিকী জৌনপুরী আল কুরাইশী (সাহেবজাদা)।
রহমতপুর ইউনিয়ন সিরাতুন্নবী (সঃ) কমিটির উদ্যোগে বাৎসরিক মাহফিলকে সাফল্যমন্ডিত করার জন্য ধর্মপ্রাণ মুসল্লীদের আহবান জানিয়েছেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন।