দক্ষিণাঞ্চল ডেস্ক: ঠাকুরগাঁওয়ে নদী দেখতে গিয়ে নদীতে ডুবে মারা গেছে সহদোর দুই বোন। আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলার রানীশংকৈলের ঘণশেমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সানজিদা আক্তার (১২) ও সুমনা আক্তার (৬)। তাদের বাবার নাম শাহজাহান আলী। তিনি ঢাকায় পরিবার নিয়ে থাকেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রানীশংকৈল থানার ওসি এম এস জাহিদ ইকবাল বলেন, কিছুদিন আগে ঢাকা থেকে দাদীর সাথে গ্রামে বেড়াতে আসে সানজিদা ও সুমনা। অন্যদের সাথে তারা নদী দেখতে গেলে পা পিছলে পড়ে যায় ছোটবোন সুমনা। তাকে বাঁচাতে গিয়ে বড়বোন সানজিদা সেও ডুবে যায়।
পরে সবার চিৎকার চেচামেচিতে সবাই ছুটে আসে। নিহতদের চাচা তাদের লাশ নদী থেকে উদ্ধার করেন।