স্টাফ রিপোর্টার: ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে জেলেদের চাল আত্মসাত এবং টাকার বিনিময়ে জেলে কার্ড বিতরণের প্রতিবাদে রোববার (১০ এপ্রিল) বেলা এগারোটায় বরিশাল নগরীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন ভূক্তভোগী জেলেরা।
নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে জেলার বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের জেলেদের আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাচালে প্রতিবাদ সভায় জেলে আলম বেপারীর সভাপতিত্বে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, সৈয়দকাঠী ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধা নির্বাচিত হওয়ার পর ইউপি সদস্য মনোরঞ্জন মন্টুসহ কয়েকজনকে নিয়ে একটি চেয়ারম্যান বাহিনী গঠন করেছেন। ওই বাহিনীর প্রধান কাজ হচ্ছে সাধারণ মানুষদের জিম্মি করে টাকা হাতিয়ে নেয়া। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জেলেদের মাঝে বরাদ্ধকৃত চাল বিতরণে কম দিয়ে আত্মসাত ও কার্ডের বিনিময়ে অর্থ আদায় করা হয়েছে। তাদের দাবিকৃত অর্থ দিতে না পারায় সরকারের মহতি উদ্যোগের সুফল থেকে বঞ্ছিত হয়েছেন প্রকৃত জেলেরা।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর উপহার জনপ্রতি দুইবারের ৮০ কেজি চাল বরাদ্ধ থাকলেও সৈয়দকাঠী ইউনিয়নের অধিকাংশ জেলে ৩৮ কেজি করে চাল পেয়েছেন। চেয়ারম্যানের এসব অনিয়মের প্রতিবাদে ভূক্তভোগী জেলেরা ইতোমধ্যে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন। ফলে জেলা প্রশাসকের নির্দেশে বানারীপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তাকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠণ করা হয়। অভিযোগ দায়ের করায় ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান ও তার লোকজনে আবেদনকারী জেলেদের বিভিন্নধরনের ভয়ভীতিসহ হুমকি প্রদর্শন অব্যাহত রেখেছেন।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলে নারায়ন চন্দ্র, সুখদেব, বিরেন, জগদিশ, সদানন্দ, রিপন মল্লিক, সুভাষ রায়, দিলিপ বরাল, গৌতম রায়, অবনী রায়, নিপুন নাটুয়া, সুনিল, হরেন হালদার, বিশ্বনাথ হালদার, অসিম গাইন, কার্তিক রায়, পরিমল, গৌরাঙ্গ, আব্দুর রহিম খান প্রমুখ।